খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের আগে ভাগেই আ’লীগের কঠোর হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নের বাইরে শাসক দল আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার সম্ভাবনা রয়েছে। এমন খবর রয়েছে দলটির হাইকমান্ডেও। তাইতো এবার আগে ভাগেই দলীয় মনোনয়নের বাইরে যাতে কোন প্রার্থী না থাকে সে ব্যাপারে বেশ তৎপর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

আগামী ডিসেম্বর থেকে ধাপে ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সিইসি নুরুল হুদা গত ২ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ কথা জানান। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ৩২৯টি পৌরসভার মধ্যে ২৫৯টি নির্বাচন উপযোগী বলে ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে যেসব পৌরসভার মেয়াদ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হবে সেগুলোর নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়েছে। আর স্থানীয় নির্বাচনকে ঘিরে সরব হয়েছে প্রার্থীরা। কোথাও কোথাও আ’লীগের একাধিক প্রার্থী নেমে পড়েছেন মাঠে। বিগত স্থানীয় নির্বাচনে একাধিক প্রার্থী অংশ নেওয়ার বিষয়ে কেন্দ্র থেকে হুশিয়ারি দেওয়া হলেও কাজ হয়নি। আর একাধিক প্রার্থীর অংশ নেওয়ার কারণে অনেক স্থানে দল মনোনীত প্রার্থীকে পরাজয় বরণ করতে হয়েছে। তবে এবার আগে ভাগেই কঠোর বার্তা দিল দলের দায়িত্বপ্রাপ্তরা। একাধিক প্রার্থী হলেই বহিস্কার করা হবে বলে কঠোর বার্তা দিয়েছেন দলের হাইকমান্ড।

শনিবার, ৭ নভেম্বর মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পৌরসভাসহ স্থানীয় সরকারের অধীনে আগামী সব নির্বাচনে সৎ, যোগ্য ও ত্যাগী প্রার্থীরাই নৌকার মনোনয়ন পাবেন। নির্বাচনে একাধিক প্রার্থী হলে তাদের বুঝিয়ে নৌকার পক্ষে কাজ করতে উদ্বুদ্ধ করা হবে। এক্ষেত্রে যদি কেউ নৌকার বিপক্ষে দাঁড়ায় তাহলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

নাছিম বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন দল এবং এটি একটি বড় দল হওয়ায় নেতাকর্মীর সংখ্যাও অনেক। স্থানীয় সরকারের অধীনে সব নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। এটা দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্দেশনা।

আসন্ন পৌরসভা নির্বাচনে কোনো পেশিশক্তির কাছে সাংবাদিকদের লেখনী যেন দমে না যায় সে অনুরোধ করে বাহাউদ্দিন নাছিম বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আমার অনুরোধ- আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখবেন। যদি নির্বাচনে কোনো অনিয়ম হয়, আপনারা তা তুলে ধরবেন। তবে কোনো পেশিশক্তির ভয়ে আপনারা ভীত হবেন না।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!