ঝিনাইদহে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে সাবেক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে এ মামলার অপর দু’ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোন অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি হল, হরিণাকুন্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের ঠান্ডু মন্ডল।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হরিণাকুন্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে তার সাবেক স্বামী ঠান্ডু মন্ডল। ঘটনার দিন রাতে নিহতের পিতা বাদী হয়ে ঠান্ডু মন্ডলকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
২০১৭ সালের ১৯ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।
খুলনা গেজেট/ এসজেড