সিলেটে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে শাহজাহান আহমেদ (৩০) নামের যুবক। শুক্রবার (১৯ আগস্ট) রাতে বিমানবন্দর থানার বাদামবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় শাহজাহান, তার স্ত্রী ও শাশুড়িকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহ থেকে শাহজাহান এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, এ মাসের ১ তারিখে শাহজাহান নগরীর বাদাম বাগিচার ২ নম্বর রোডের একটি বাসা ভাড়া নেন। ওই বাসায় শাহজাহানের দুই সন্তান নিয়ে স্ত্রী ও শাশুড়ি বসবাস করেন। তিনি মাঝেমধ্যে আসা-যাওয়া করতেন। শুক্রবার রাতে শাহজাহান ওই বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শাশুড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টায় গলায় ছুরি চালান।
খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও বিমানবন্দর থানা পুলিশ সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠান।