আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শিক্ষার্থীদের পড়ালেখায় সম্ভাব্য বিঘ্নের কথা মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
দেশের মাধ্যমিক স্কুল ও কলেজের দুই সপ্তাহের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই ছুটি শুরু হওয়ার কথা ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের ছুটি বাতিলের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে এই ছুটি সমন্বয় করা হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শিক্ষার্থীদের পড়ালেখায় সম্ভাব্য বিঘ্নের কথা মাথায় রেখে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে বা আগামী বছরের জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খুলনা গেজেট/ বিএম শহিদ