খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

সৌম্যকে দলে রাখার যে ব্যাখ্যা দিলেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভোগা সৌম্য সরকারকে। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশেও সুযোগ মেলে সৌম্যের। তবে তিনি ব্যাট হাতে ডাক খেয়েছেন। আর বল হাতে ৬ ওভারে দিয়েছেন ৬৩ রান। সৌম্যের এমন বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সর্বত্র।

বারবার ব্যর্থ হওয়ার পরেও সৌম্য কেন দলে? বুধবার নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবধারিতভাবেই সৌম্যকে নিয়ে প্রশ্নবাণ ছুটে গেছে তার দিকে।

অনেকের মতে, প্রধান কোচ হাথুরুসিংহের চাওয়াতে দলে তিনি। মঙ্গলবার সৌম্যকে নিয়ে কথা বলেন লঙ্কান এই কোচ, ‘সৌম্যর গত পাঁচ ম্যাচের কথা বলতে পাড়ি না। এবার এসে এই কয়দিনই তো দেখলাম। আমি জানি না সৌম্যর সমস্যাটা কোথায়। ও ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছিল, আর যেহেতু সাকিব নেই, আমাদেরও এমন একজনকে দরকার ছিল, যে ব্যাটিং-বোলিং দুটিই পারে। সাকিব ১৫-১৭ বছর ধরে খেলছে। তার ওপর অভ্যস্ত বাংলাদেশ দল। ওকে ছাড়া কম্বিনেশন সাজানো কষ্টকর। একাদশের জন্য তাই সৌম্য আমাদের অলরাউন্ডারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সাকিব আল হাসানের বদলে নেওয়া হয়েছে সৌম্যকে। তারকা অলরাউন্ডার সাকিবের ঘাটতি কিছুটা হলেও পূরণ করবেন সৌম্য, আশা ছিল দলের। কিন্তু প্রথম ওয়ানডেতে সবাইকে হতাশ করেন এই ক্রিকেটার। সাকিবের বিকল্প হিসেবে সৌম্যকেই কেন বিবেচনা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মতো কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিক ভাবে করুক। আমরা ওকে অলরাউন্ডার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে।’

আগামীকাল ২০ ডিসেম্বর নেলসনে হবে দু’দলের দ্বিতীয় ওয়ানডে। ২৩ ডিসেম্বর শেষ ম্যাচ হবে নেপিয়ারে। ১-০’তে পিছিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দল কাল নামবে সিরিজ বাঁচানোর মিশনে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!