মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত বকেয়া পাওনা পরিশোধ সহ মিল চালুর বিষয়ে ত্রি পক্ষীয় বৈঠক বৃহস্পতিবার বিকাল ৩ টায় বয়রাস্থ খুলনা বিভাগিয় শ্রমপরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সোনালী জুট মিল মালিকের প্রতিনিধি মোঃ হারুন আকুজ্ঞি, বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি নং১০)এর সভাপতি ও সোনালী জুট মিলের সাবেক সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সোনালী জুট মিলের এ্যাডহক কমিটির নেতৃবৃন্দ, সোনালী জুট মিলের প্রকল্প প্রধান মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক ফেডারেশন মিলের শ্রমিক নেতৃবৃন্দ, শিল্প পুলিশ এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে মিল মালিক কতৃপক্ষ মিল চালাতে ২ মাস সময় চাইলে শ্রমিক নেতারা সময় দিতে রাজি হলেও ১ মাসের শ্রমিকদের বেতন পরিশোধ করতে বলেন। এ সময় আগামি ১৩ সেপ্টেম্বর পুনরায় মিলের শ্রমিক নেতা এ্যাডহক কমিটি ও মিল মালিকের প্রতিনিধির সাথে আলাপ আলোচনা সাপেক্ষে মিল চালুর উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান শ্রমিক নেতারা।
খুলনা গেজেট/কেএম