খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সোনার দাম কমল

গেজেট ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। এ দাম কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার  থেকে।

দাম কমে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৮৩ হাজার ২৮০ টাকায়। ২১ ক্যারেট বিক্রি হবে ৭৯ হাজার ৪৯০ টাকায়। আর ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৬৮ হাজার ১১৭ টাকায়।

এর আগে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮০ হাজার ৭১৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ১৬৮ টাকায় বিক্রি হয়েছে।

সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৭ হাজার ৩৮৭ টাকা। এখন তা কমে বিক্রি হবে ৫৬ হাজার ৪৫৪ টাকায়।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!