লেখক, পাঠক সঙ্গে দর্শনার্থী এ নিয়েই ভিড় বাড়ছে খুলনার একুশে বইমেলায়। নগরীর বয়রা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে এ মেলা। তবে মেলায় আসা দর্শনার্থী ও ক্রেতারা বই কেনা ছাড়াও ব্যস্ত সময় কাটাচ্ছেন সেলফি তোলা নিয়ে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) মেলার দ্বার খোলা হয় বেলা ১০টা থেকেই সে সময় মেলা প্রাঙ্গণে জনসমাগম কম থাকলেও গুটি গুটি পায়ে ভিড় দেখা যায় বিকাল ৩ টার পর থেকে। শনিবার মেলা ঘুরে দেখা যায়, কেউ সেলফি কর্নারের সামন দাড়িয়ে, কেউ স্টলের সামনে, কেউ হেটে তুলছেন সেলফি। বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে নিচ্ছে সেলফি। কেউ কেউ আবার একাই তুলছেন। এ যেন এক সেলফি তোলার মেলা!
এসময় কেউ কেউ স্টলে স্টলে ঘুরে বই কিনলেও অনেকেই শুধু ব্যস্ত ছিলেন খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি আর সেলফি তোলায়। বইয়ের সঙ্গে সেলফি তুলতেও কম করেননি তারা।
মেলার গেটের কাছে মো. বাবলু খুলনা গেজেটকে বলেন, আজকে ছুটির দিন। আমার ও মেয়েদের স্কুল ছুটি থাকায় তাদের নিয়ে বইমেলায় আসেছি। মেলায় প্রবেশের পথে এমন একটা সেলফি কর্নার থাকায় আজকে স্মৃতি ধরে রাখতে এখানে একটা ছবি তুলে রাখছি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে ভালোই লাগছে। আশা করছি ভেতরের পরিবেশ টা ভালো পাবো।
অন্যদিকে একই স্থানে সেলফি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তমা হালদার নামের বয়রা মহিলা কলেজের এক ছাত্রী। তিনি ছবি তোলা নিয়ে বলেন, মেলায় এসেছি, অনেক ভাল লাগছে। ভাল লাগার সময় সেলফি তুলতে আরও ভাল লাগে।
বই কম বিক্রি নিয়ে বিক্রয়কর্মী আরিফা বলেন, দর্শনার্থীরা বই নিয়ে ছবি তুলছেন, দশজন বই দেখলেও কিনছেন একজন। তিনি আশা প্রকাশ করে বলেন, মেলা তো শুরু হলো মাত্র আশা করা যায় মেলার শেষের দিকে বই বিক্রি বাড়বে।
খুলনা গেজেট/কেডি