কাতারের আল খোরের আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ। রাত ১ টায় সে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।
আফ্রিকা মহাদেশের প্রথম দল হিসেবে তারা খেলছে টুর্নামেন্টের সেরা চারে। এই ম্যাচে যে জিতবে সেই কাটবে ফাইনালের টিকেট। প্রথম সেমিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে অপেক্ষা করছে মেসির আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হতবাক করে দিয়ে ১-০ গোলের জয়ের মাধ্যমে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে মরক্কো। অন্যদিকে দুর্দান্ত এক ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীবারের মত বিশ্বকাপ স্বপ্ন ধরে রাখতে চায় ফ্রান্স।
মরক্কো একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, নওসাইর মাজরাউই, সোফিয়ান আমরাবাত, নায়েফ আগুয়ের্দ, সাইস, হাকিম জিয়েশ, আজ্জেদিন ওউনাহি, সোফিয়ান বোফাল, জাওয়াদ এল ইয়ামিক, ইউসেফ এন-নেসিরি।
ফ্রান্স একাদশ: হুগো লরিস, জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোনাতে, থিও হার্নান্দেজ, অরেলিয়েন শুমেনি, উইসলি ফফোনা, উসমান দেম্বেলে, আন্তোনি গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদ।