খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

সেন্ট মার্টিন যাওয়ার পথে ৬ জনকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

গেজেট ডেস্ক 

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

মঙ্গলবার (১২ নভেম্বর) সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে তাদের ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বুধবার (১৩ নভেম্বর) জানাজানি হয়। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও দ্বীপে না পৌঁছায় খোঁজা-খুঁজি শুরু হয়। পরে একটি মাধ্যমে জানতে পারি যে ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে আরকান আর্মি ধরে নিয়ে গেছে।

সেন্ট মার্টিনের বাসিন্দা সবুজ বলেন, সম্প্রতি নাফনদী থেকে আরাকান আর্মি বাংলাদেশি মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। ট্রলার দুটিতে দুই মাঝিসহ ৬ জন স্টাফ ছিল। এর মধ্যে একটির মাঝি আব্দুর রহমান এবং আরেকটির মাঝি মোস্তাক আহমেদ। বর্তমানে তাদের মোবাইল বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবিসহ প্রশাসনের সবাইকে অবহিত করা হয়েছে।

এই বিষয়ে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরীকে একাধিকবার কল দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!