সেন্ট জোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো জোসেফিয়ান ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার সেট জোসেফ স্কুলের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ব্যাচ-১৫ দল ফ্লেম বয়েজকে হারিয়ে ব্যাচ-১৬ এর দল জুন স্মৃতি চ্যম্পিয়ন হয়েছে।
ফাইনালে টসে জিতে ফ্লেম বয়েজ নির্ধারিত ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে। জবাবে জুন স্মৃতি ২.৩ ওভারেই এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ৩ উইকেট নিয়ে ও ২১ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের আরিক। গত ২৮ মার্চ ২০১০ থেকে ২০২১ ব্যাচের অংশ গ্রহণে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহণ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রনজিত মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়।
খেলাটি পরিচালনা করেন আহানাফ ইসলাম অর্পন-১২, ফয়সাল আহমেদ অন্তর-১৭, হাসিব হোসেন বাপ্পি-১৭, রিশাদ আল মুবিন-২০, ফরহাদ রেজা ইমন-২১, মাজেদুল ইসলাম-২১, ইব্রাহিম রাকিব-২০, জিন্নুরাইন জিম-১৫, প্রিতম বিশ্বাস১২ প্রমুখ।