শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে আক্রমনাত্মক ব্যাটিং করে সেঞ্চুরি বঞ্চিত হন তামিম ইকবাল। প্রথম ইনিংসে ১০১ বলে ১৫টি চারের সাহায্যে ৯০ রান করে ফেরেন দেশ সেরা এ ওপেনার।
প্রথম ইনিংসে তামিম সেঞ্চুরি না পেলেও সেঞ্চুরি করেন তরুণ ব্যাটসম্যন নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ (১২৭)।
তবে শান্ত মুমিনুলদের ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে (২৪৪) আর দেড়শ রানের ইনিংস খেলেন ধনঞ্জয়া ডি সিলভা (১৬৬)। তাদের দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের করা ৫৪১/৭ রান ছাড়িয়ে ১০৭ রানের লিড নেয় স্বাগতিক শ্রীলংকা (৬৪৮/৮)।
১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৭ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। সেই অবস্থায় দলের হাল ধরেন তামিম ইকবাল ও মুমিনুল হক।
রোববার (২৫ এপ্রিল) শেষ দিনের শেষ সেশনে চা বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে ১০০ রান করে বাংলাদেশ। চা বিরতি থেকে ফেরার আগেই শুরু হয় বৃষ্টি।
বৃষ্টির কারণে শেষ দিনে ৩৫ ওভারের খেলা মাঠে গড়ায়নি। বৈরি আবহাওয়ার কারণে ক্যান্ডি টেস্ট শেষ পর্যন্ত ড্রয়ে মীমাংসা হয়। এদিন শেষ সেশনে ৩৫ ওভারের খেলা হলে অপেক্ষায় থাকা তামিম হয়তো সেঞ্চুরি পেয়ে যেতেন। তিনি ৭৪ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টির কারণে তার সেঞ্চুরি দেখা হয়নি।
খুলনা গেজেট/ এস আই