স্ট্রেনদেনিং অ্যাডভোকেসি ইনিশিয়েটিভস অফ দলিত কমিউনিটি (সেইড) প্রকল্পের আওতায় প্রমোটিং অ্যাডভোকেসি এন্ড রাইটস (পার)’ কার্যক্রমের আওতায় ওয়ার্কিং গ্রুপের সক্ষমতা বৃদ্ধিমূলক ২ দিনের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন ও শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত’র নির্বাহী পরিচালক স্বপ্নন কুমার দাস। উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, খুলনা সম্প্রীতি ফোরামের সভাপতি ও ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুন, ফোরামের ওয়ার্কিং কমিটির মিনা আজিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ‘র সহযোগী প্রফেসর বায়েজীদ খান প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন কমিউনিটি লিডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ২ দিনে সংখ্যালঘুদের অধিকার ও মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র বিষয়ক আলোচনা, রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা, চিত্র এবং অর্থনীতি ও রাজনীতির সম্পর্ক বিষয়ক, সুশাসন কি? সুশাসনের প্রয়োজনীয়তা ফলাফল ও উপকারিতা এবং বর্ণবৈষম্য বিলোপ আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।