খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে ৭ আবাসিক হল
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

সুসংবাদ দিলেন রামচরণ-উপাসনা দম্পতি

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী রাম চরণ। অসংখ্য হিট সিনেমা দিয়ে দক্ষিণ ভারতের সিনেমায় রাজ করেছেন তিনি। বিখ্যাত এই অভিনেতা বাস্তব জীবনে বিয়ে করেছেন ১০ বছর আগে। কিন্তু এখন পর্যন্ত বাচ্চা নেননি।

বাচ্চা না নেয়া প্রসঙ্গে একবার মজা করে বলেছিলেন ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্যই এখনও বাচ্চা নেননি। তবে এবার সেসব মজাকে পেছনে ফেলে সুখবর দিলেন রামচরণ-উপাসনা দম্পতি। সন্তানের বাবা-মা হতে চলেছেন তারা।

১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটাররে একটি পোস্ট দিয়ে সেটা নিশ্চিত করেছেন দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার এবং রামচরণের বাবা চিরঞ্জীবি।

টুইটারে একটি ছবি পোস্ট করে তিনি এই খুশির সংবাদ সবার সাথে মেয়ার করেন। টুইটে তিনি লেখেন, ‘‘শ্রী হনুমান জির আশীর্বাদে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’

পোস্টটি পুনারায় রামচরণও শেয়ার করেন। এরপর থেকে সবার শুভকামনায় ভাসছেন রামচরণ-উপাসনা দম্পতি। উল্লেখ্য, রামচরণ ২০১২ সালে উপসান কামিনেনিকে বিয়ে করেন। এতদিনেও বাচ্চা না নেয়ায় অনেক কথাও শুনতে হয়েছে এই দম্পতিকে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!