বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে পাঠিয়েছে সরকার। আজকে দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্ব বলছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা তো ন্যায্য দাবি। আজকে সরকারের মন্ত্রী-এমপিরা এত কথা বলেন কিন্তু সুষ্ঠু নির্বাচনে কথা শুনলে তারা আতঙ্কিত হয়ে যান। তারা রাষ্ট্র শক্তি ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করছে। যাতে কেউ সুষ্ঠু নির্বাচনের দাবি না জানায়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, সরকার সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে গ্রেপ্তার ও হয়রানি করছে। দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ইমরানকে বিনা কারণেই গ্রেপ্তার করে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে ট্রাকে অগ্নিসংযোগের মিথ্যা ঘটনা সাজিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নাম জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার জন্য অসহ্য নির্যাতন চালানো হচ্ছে। আমি এহেন মিথ্যা ঘটনায় রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’