খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

সুপ্রিমকোর্টে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন

গে‌জেট ডেস্ক

আজ রবিবার, সকাল ১০টায় সুপ্রিমকোর্টে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা পড়ানো হবে। তার মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের সকল কার্যক্রম বন্ধ থাকবে। পরে তাকে নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে।
সেখানেই তাকে দাফন করা হবে। এর আগে শনিবার বিকেল ৪টায় নেত্রকোণায় তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

শনিবার দুপুরে কেন্দুয়ার পেময়ীতে গ্রামের বাড়িতে তার মরদেহ নেয়া হয়। সেখানে তার প্রথম জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় তাকে গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

১৯৯০ সালের ১৪ই জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব নেন সাহাবুদ্দীন আহমদ। ওই বছরই স্বৈরশাসক এইচএম এরশাদ পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি।

দায়িত্ব পালন শেষে ফের প্রধান বিচারপতি পদে ফিরে অবসরে যান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাষ্ট্রপতি হন সাহাবুদ্দীন আহমদ। ২০০১ সালের ১৪ই নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ হতে অবসর গ্রহণ করেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!