খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৬ষ্ঠ বছরে পদার্পণে খুলনা গেজেট’র সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্ত‌রিক শুভেচ্ছা
মোংলায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

‘সুন্দরবন বেষ্টিত এলাকায় জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বিশেষ বরাদ্দের আহ্বান’

মোংলা প্রতিনিধি

মোংলায় জেন্ডারবান্ধব ও জলাবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরী ও বাজেট বৃদ্ধি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ে উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা কৃষি অডিটোরিয়াম কক্ষে ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিএনআরএস এর ইভলভ প্রকল্পের আওতায় সংলাপ অনুষ্ঠিত হয়।

সিএনআরএস এর এফএফ মো. আজহারুল হক এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

উন্মুক্ত আলোচনায় সুন্দরবন বেষ্টিত এ এলাকায় জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বৃদ্ধি তথা বিশেষ বরাদ্দ প্রদানের জন্য কেন্দ্রিয় সরকারের প্রতি আহবান জানান এবং আগামীতে একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হন।
পাশাপাশি ইউপি স্টান্ডিং কমিটি ও ইউডিসিসিকে সক্রিয় করার জন্য ইউএনও নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরাত জাহান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, সিএসও সদস্য আবুল কাসেম, বাদল হাওলাদার, সাথী মৌল্লিক প্রমুখ।

সিএনআরএস ইভলভ প্রকল্পের অগ্রগতি লারনিং ও সুপারিশ উপস্থাপনা করেন প্রকল্পের সমন্বয়কারী মো. মিলন চৌধুরী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!