খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকারের সময় ৩ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা রেঞ্চ পশ্চিম সুন্দরবনের গহিনে তেরকাটি খালে বিষ প্রয়োগে মাছ শিকারের সময় মালামালসহ ৩ মৎস্যজীবীকে হাতে নাতে আটক করেছে বুড়িগোয়ালিনী বন অফিসের সদস্যরা। সোমবার (২ মে) ভোর ৬ টার দিকে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ৩ মৎস্যজীবীরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর গ্রামের রাশিদুল মোড়লের ছেলে ইসমাইল হোসেন (২৫) ও ইস্রাফিল হোসেন (২২) এবং একই গ্রামে আব্দুল হাকিম গাজীর ছেলে হোসাইন আহওমদ সুমন(২৪)।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসসিএফ) এম. এ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুন্দরবনে তেরকাটি খালে বিষ প্রয়োগে মাছ ধরার খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মৎস্যজীবীদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে মাছ ধরা কাজে ব্যবহৃত বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ি ও একটি নৌকা জব্দ করা হয়। আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!