বনবিভাগের আওতাধীন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০টি নৌকা জব্দ করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। সোমবার (২৩ জানুয়ারি) বিকাল থেকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত সুন্দরবনের দোবেকী, নোটাবেঁকী ও কালিরচর এলাকায় অভিযান চালিয়ে মাছ ও কাঁকড়া শিকারের কাজে ব্যবহৃত এসব নৌকা জব্দ করা হয়। এসময় আটক করা হয় দুই জেলেকে। জব্দকৃত নৌকা হতে উদ্ধার করা হয় চার লক্ষাধিক টাকার ব্যবহার নিষিদ্ধ জাল। আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বড় গাবুরা গ্রামের আব্দুল আজিজ সরদার ও ৯নং সোরা গ্রামের ইলিয়াস হোসেন।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ নুর আলম জানান, মাছ শিকারের অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে দোবেকীর অভয়ারণ্যে কাঁকড়া শিকারকালে মঙ্গলবার সকালে আব্দুল আজিজকে আটক করা হয়। প্রায় একই সময়ে নোটাবেকীর চামটার অভয়ারণ্য থেকে শিকারকৃত কাঁকড়াসহ ইলিয়াসকে আটক করে বনবিভাগ। এসময় আটক দুই জেলের ব্যবহৃত দুটি নৌকাসহ কাঁকড়া শিকার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।
তিনি আরো জানান, এর আগে মঙ্গলবার ভোর রাতে ও সকালে বনবিভাগের অভিযানে সুন্দরবনের কালিরচর এলাকা থেকে তিনটিসহ অভয়ারণ্যের অপরাপর অংশ হতে আরও ৮টি নৌকা জব্দ করা হয়। জেলেরা প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। বনবিভাগের অভিযানের খবর পেয়ে জেলেরা তাদের নৌকা ফেলে বনের মধ্যে পালিয়ে যায়। এসময় জেলেদের ফেলা যাওয়া নৌকা থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জাল জব্দ করা হয় বলেও নিশ্চিত করেন তিনি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী জানান, আটক দুই জেলেকে পৃথক দুটি মামলায় আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/কেডি