খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে খুলনায় উলামা-মাশায়েখ পরিষদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

উলামা মাশায়েখ পরিষদ খুলনার নেতৃবৃন্দ বলেন, কুরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুইডেনে কুরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নেতৃবৃন্দ আরও বলেন, সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অচিরেই সুইডেনের সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং কুরআন পোড়ানোর সাথে জড়িতদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উলামা মাশায়েখ পরিষদ খুলনা মহানগরীর উদ্যোগে সকালে নগরীর ফেরীঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরিষদের সভাপতি খুলনা মহানগরী সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা সাইফুল্লাহ মানসুর প্রমূখ।

নেতৃবৃন্দ আরও বলেন, কুরআন অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি আমরা।

নেতৃবৃন্দ বলেন, সুইডেনের স্বঘোষিত নাস্তিক সালওয়ানকে পবিত্র কুরআনে আগুন দেওয়ার ধৃষ্টতার দরুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইডেন সরকারকে কঠোর চাপ প্রয়োগ করতে হবে।

সমাবেশে উলামা-মাশায়েখ নেতৃবৃন্দ বলেন, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!