খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  চার উপদেষ্টার আশ্বাসে ভোর ৪টায় হাসপাতালে ফিরলেন আহতরা

সীমান্তে বিএসএফের গুলিতে এবার বাংলাদেশি নারী নিহত

গেজেট ডেস্ক

সীমান্তে এবার বাংলাদেশি এক নারীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হন।

বিএসএফ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নদীয়ার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় কাঁটাতার কেটে ভারতের ঢোকার চেষ্টা করছিল বেশ কয়েক জন। বিষয়টি নজরে আসার পর বিএসএফ শূন্যে গুলি চালিয়ে তাদের সতর্ক করে। কিন্তু এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালায় বিএসএফ। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বগুলা হাসপাতাল ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএসএফ জানিয়েছে, নিহত নারীর নাম সাহরন হালদার (৪৫)। তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। এ ঘটনায় হাঁসখালী থানায় বিএসএফের পক্ষ থেকে একটি এফআইআর নথিভুক্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে বিএসএফ’র গুলিতে একজন নারী নিহত হওয়ার ঘটনায় আমাদের কলকাতা প্রতিনিধি কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে যোগাযোগ করলে এ বিষয়ে কোনও তথ্য তাদের কাছে নেই বলে জানানো হয়েছে। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে পাকুরিয়া গ্রামটি নদীয়ার হাঁসখালী থানার অন্তর্গত। স্থানীয় এলাকায় পাখিউড়া বলে যা বিএসএফ ক্যাম্পের কাছেই। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাটি হল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা।

কলকাতা প্রতিনিধি যোগাযোগ করলে নদীয়ার রানাঘাটের এসডিপিও প্রবীর মণ্ডল জানালেন ঐ নারীর বাড়ি বৃহত্তর খুলনার বাগেরহাটের মোড়েলগঞ্জ। নাম সাহরান খাতুন। এখনো লাশের পোস্ট মোর্টেম হয়নি। কৃষ্ণনগর জেলা হাসপাতালে রয়েছে মরদেহ ।

খুলনা গেজেট / এমএম/ এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!