নুরপুর ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশাটি আচমকা মহাসড়কে উঠলে দ্রুতগতির একটি ট্রাক এটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে আরেকজন মারা যান। সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের নুরপুর এলাকায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের চারজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরপুর ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশাটি আচমকা মহাসড়কে উঠলে দ্রুতগতির একটি ট্রাক এটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে আরেকজন মারা যান। হাসপাতালে এখন চিকিৎসাধীন পরিবারটির আরও দুই সদস্য।
ওসি জানান, নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেন গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী সাবিয়া বেগম, তার চার বছরের মেয়ে সাকিয়া বেগম, তিন মাস বয়সী ছেলে তাহমিদ হোসেন, বোন হাবিবুন নেছা ও অটোরিকশা চালক হোসেন আহমদ।
হাসপাতালে এখন চিকিৎসাধীন সাবিয়ার ভাসুর জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগম।
খুলনা গেজেট/এনএম