খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

সিরিয়ায় সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার হোমস শহরে সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নিহত হয়েছেন শতাধিক মানুষ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে চালানো এই হামলায় আহত হয়েছেন ২৪০ জনের বেশি। এমনটি জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষক ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এই হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-গাবাশ বলেছেন, নিহতদের মধ্যে ছয় শিশুসহ বেসামরিক নাগরিক এবং সামরিক কর্মী রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন দায় স্বীকার করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ক্যাডেটদের পরিবারের অংশগ্রহণে একটি স্নাতক অনুষ্ঠানকে লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়। সেখানে মারা যাওয়া লোকদের মধ্যে দশজন বেসামরিক নাগরিক ছিলেন।

ধারণা করা হচ্ছে, হোমসের উত্তর-পশ্চিমের বিরোধী নিয়ন্ত্রিত এলাকা থেকে ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সেনাবাহিনীর এক বিবৃতি উদ্ধৃত করে বলেছে, বিস্ফোরক বোঝাই একাধিক ড্রোন দিয়ে হোমস সামরিক একাডেমিতে হামলা চালানো হয়েছে। দুপুরের পর সমাবর্তন শেষ হওয়ার পরপর এই হামলা হয়।

এদিকে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে দামেস্ক সরকারকে সমর্থনকারী আঞ্চলিক জোটের একটি বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিন্তু হামলার কয়েক মিনিট আগে চলে যান।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!