পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এতে প্রশ্ন উঠেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেটি খেলবেন কি না তা নিয়ে। এ বিষয়ে দলীয় সূত্র দিচ্ছে স্বস্তির খবর।
সাকিবের ‘মা’ আরও আগে থেকেই অসুস্থ ছিলেন। অবস্থার অবনতির কারণে পরবর্তীতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মেজো মেয়ে এরাম ও একমাত্র ছেলেও অসুস্থ। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশে এমনকি সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতেও সাকিবের খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল।
তবে কী পরিবারের পাশে থাকতে দেশে ফিরবেন এ অভিজ্ঞ অলরাউন্ডার? টিম ম্যানেজমেন্ট সূত্রে নিশ্চিত হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দেশে ফেরার কোনো সম্ভবনা নেই সাকিবের। খেলবেন সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি।
বরং টেস্ট সিরিজের আগে যেহেতু অনেকদিন সময় রয়েছে তখন শেষ ওয়ানডেটি খেলে দেশে ফিরলেও ফিরতে পারেন। তবে সেসব নির্ভর করছে মা, মেয়ে ও ছেলের শারীরিক অবস্থার ওপর। দলীয় সূত্রে জানা যায় বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁদের।
ছোট মেয়ে এরাম ও ছেলে আইজাহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠাণ্ডা-জ্বরে ভুগছেন। বড় মেয়েকে আলাদা রাখা হয়েছে।
উল্লেখ্য, দুই দলের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ, সেঞ্চুরিয়ানে। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটি ৩১ মার্চ এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল।