প্রত্যাশা বেশি ছিল আব্দুল্লাহ হেল বাকীর। সেটা পূরণ করতে না পারলেও একেবারে শূন্য হাতে শেষ করতে হয়নি তাকে। সিঙ্গাপুর ওপেন অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন এই শুটার। তবে এই ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য রবিউল ইসলামের। বাকীকে পেছনে ফেলে রুপা জিতেছেন তিনি।
আজ (শুক্রবার) অনলাইনে হয়েছে সিঙ্গাপুরের এই প্রতিযোগিতাটি। স্বাগতিক দেশটি ছাড়াও অংশ নিয়েছে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মিশর, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।
চ্যাম্পিয়নশিপে হয়েছে ৪টি ইভেন্ট। বাংলাদেশ থেকে ১০ জন শুটার অংশ নিয়েছিলেন ৩টি ইভেন্টে।
এর মধ্যে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে চার শুটার ফাইনালে কোয়ালিফাই করেন। চূড়ান্ত পর্বে ২৪৭.৭ পয়েন্ট স্কোর করে রুপা জেতেন রবিউল। আর ২২৬.৯ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন বাকী। এছাড়া রাব্বি হাসান চতুর্থ (২০৪.৯) ও রিসালাতুল ইসলাম (১৬২.৩) হয়েছেন পঞ্চম।
এদিকে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে কোয়ালিফাই করলেও পদক পাওয়া হয়নি শাকিল আহমেদের। ১৯৭.৯ পয়েন্ট স্কোর করে চতুর্থ হয়েছেন এই শুটার।
খুলনা গেজেট/এএমআর