খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

সা‌বেক মন্ত্রী আনোয়ার জাহিদের ১৩ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

প্রাজ্ঞ সাংবাদিক ও সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদের ১৩ তম মৃত্যুবার্ষিকী কাল শুক্রবার।

২০০৮ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। আনোয়ার জাহিদ ছাত্রজীবনে নিখিল পূর্ব-পাকিস্তান ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ছাত্রলীগের ঝিনাইদহ মহকুমার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫২’র ভাষা আন্দোলনে ঝিনাইদহে ছাত্রআন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৬ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরশাদের শাসনামলে মন্ত্রী ছিলেন। ১৯৮৯ সালে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি গঠন করেন।

১৯৯৬-২০০১ পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেন এবং ৭ দলীয় ও ৪ দলীয় জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আনোয়ার জাহিদ সাংবাদিক এবং সাংবাদিকদের নেতা হিসেবেও অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন।

শুক্রবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে আনোয়ার জাহিদ স্মৃতি সংসদ এর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ সকালে আনোয়ার জাহিদের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবে।

এনডিপির কেন্দ্রীয় চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা যথাযোগ্য মর্যাদায় আনোয়ার জাহিদের মৃত্যুবার্ষিকী পালনের জন্য দলের সকল স্তরের কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।

আনোয়ার জাহিদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ার জাহিদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে স্মৃতি সংসদের সভাপতি ও এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, গণ রাজনৈতিক জোট-গর্জো সভাপ্রধান সৈয়দ মইনুজ্জামান লিটু।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!