খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সালাহ কী রিয়ালে যোগ দিচ্ছেন?

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ান দল লিভারপুল ছাড়তে পারেন দলটির সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। সম্প্রতি এমনটা জানিয়েছেন গ্যারি নেভিল। বিষয়টি নিয়ে জোর আলোজচনা হচ্ছে।

গোল ডটমের খবরে জানা গেছে, অ্যানফিল্ডে নাকি সালাহ খুব একটা খুশিতে নেই। এমন সংবাদ প্রকাশ হওয়ায় পর তার দল বদলের গুঞ্জন শুরু হয়ে যায়।

স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিভারপুলের অধিনায়ক হতে না পারায় হতাশা প্রকাশ করেছিলেন সালাহ। এমনকি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রশংসাও করেছিলেন তিনি।

এদিকে মিসরের ফুটবল কিংবদন্তি মোহাম্মদ আবুতরিকা বলেছিলেন, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ৭-০ গোলের জয়েও খুশি ছিলেন না সালাহ। যদিও জবাবে একটি হাসি মাখা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন লিভারপুল স্ট্রাইকার। কিন্তু এতেও থামাতে পারেননি আলোচনা।

গতকাল সোমবার রাতে স্টার স্পোর্টসের ফুটবল শোতে সাবেক ম্যানইউ ডিফেন্ডার নেভিল বলেন, ‘আমার মনে হয় লিভারপুল ছেড়ে যাবেন সালাহ। কয়েক বছর আগেও আমি এই কথাটি বলেছিলাম। তখন বিষয়টি কেউ আমলে নেয়নি। তবে আমি সব সময় মনে করি, নিজেকে আরো মেলে ধরার জন্য সে ভিন্ন কোনো দেশে যেতে চায়। সে দল ছাড়লে আমি অবাক হব না।’

এদিকে সাদিও মানের চেয়েও সালাহকে এগিয়ে রেখেছেন নেভিল। তিনি বলেন, ‘এই মৌসুমে আমি আমার পছন্দের তালিকায় মানের চেয়ে সালাহকেই এগিয়ে রাখব। কারণ সে অত্যন্ত ঠাণ্ডা মেজাজে খেলে। সেসব সময় দলকেই এগিয়ে রাখার চেষ্টা করে। এ কারণেই তাঁকে বেশি পছন্দ করছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও পিএসজি। ’

নেভিল আরো বলেন, ‘এরই মধ্যে বর্তমান চুক্তির আড়াই বছর কাটিয়ে দিয়েছেন সালাহ। আমি এটিও মনে করিনা তাঁকে দলে রাখার জন্য চেষ্টা করবে লিভারপুল। কারণ দলটি দারুণ সামর্থ্য অর্জন করেছে। সেখানে রয়েছেন জার্গেন ক্লপের মতো কোচ।’

তবে এই বিষয়টি কোনো দিকে গড়াচ্ছে তা জানা যাবে ছয় বা ১৮ মাস পর। কারণ তিনি যদি নতুন চুক্তিতে সই না করেন, তাহলে লিভারপুল অন্য কাউকে দলে নেওয়ার চেষ্টা করবে।’

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!