খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূসের প্রতি প্রধান তিন রাজনৈতিক দলের অকুণ্ঠ সমর্থন: প্রেস সচিব

সালাহউদ্দিনের গুম নিয়ে যে প্রশ্ন করলেন ইলিয়াস!

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ভারতে গুমের ঘটনায় কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন।

পোস্টে তিনি বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিন কোথায় থেকে গুম হয়েছিলেন, কিভাবে ভারতে গেলেন, গুমের বিষয়ে এখন পর্যন্ত তিনি গুম কমিশন বা কোন থানায় কোন মামলা বা আইনি পদক্ষেপ নিলেন না কেন আমরা জানতে চাই।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই বছর ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেওয়া সদস্যরা। তারপর তাকে আইনের হাতে সোপর্দ না করে গুম করে রাখা হয়। দুই মাসেরও বেশি সময় পর পরিবারের সদস্যরা খবর পান সালাহউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!