বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চালানো দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। স্থানীয় সময় সোমবার গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত দুইজনের নাম ভিকি গুপ্তা এবং সাগর পাল। তাদেরকে গুজরাটের ভুজ থেকে গ্রেপ্তার করেছে মুম্বাই ক্রাইম পুলিশ। আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের মুম্বাই আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিই বিহারের বাসিন্দা। তারা দুইজনই শুটার হিসাবে কুখ্যাত। তাঁদের বিরুদ্ধে ছিনতাই, চুরির মত একাধিক অপরাধের অভিযোগও রয়েছে।
এর আগে গত রবিবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরবাইকে এসে দুই ব্যক্তি চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাদের গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়।
পুলিশ জানায়,অভিযুক্তরা সালমান খানের বাড়িতে পৌঁছানোর জন্য রায়গড় জেলা থেকে একটি সেকেন্ড-হ্যান্ড মোটরবাইক কিনেছিল। তারা পানভেল থেকে সেই মোটরবাইকে করে মুম্বাই গিয়েছিলেন এবং গত ২২ দিন ধরে সেখানেই ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজনেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। বেশ কয়েকটি হত্যা মামলায় জড়িত থাকার জন্য বিষ্ণোই বর্তমানে তিহার জেলে রয়েছেন।
এদিকে সালমান খানের বাড়িতে গুলির ঘটনার পর লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল বিষ্ণোই সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করেছেন। এটিকে একটি নমুনা হিসাবে বর্ণনা করে সালমান খানকে হুমকি দিয়েছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, এ ঘটনার পর সালমান খানের বাড়ির সামনে আরও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সালমান খান বাড়ি থেকে বের হওয়ার আগে মুম্বাই পুলিশকে জানাতেও বলা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু না হলে তাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে মুম্বাই পুলিশ।
খুলনা গেজেট/এনএম