খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি ও জামায়াতের দেশব্যাপী হত্যা, আগুন সন্ত্রাস, হরতাল ও অবরোধের জবাব হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্কিট হাউসের জনসভার মধ্যদিয়ে। সার্কিট হাউসে জনসমুদ্র ঘটিয়ে সকল দেশবিরোধী ষড়যন্ত্র এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বুধবার বিকালে নগর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি জামায়াত যখন ধ্বংসাত্মক কাজে লিপ্ত তখন বঙ্গবন্ধু কন্যা খুলনা মংলা রেললাইন উপহার দিয়েছেন। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ে ঢাকায় ট্রেনে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটাই বিএনপি-জামায়াতের সাথে আওয়ামী লীগের পার্থক্য।
বিএনপি জামায়াত এর হত্যা, আগুন সন্ত্রাস, হরতাল ও অবরোধের প্রতিবাদে অনুষ্ঠিত “শান্তি ও উন্নয়ন” সমাবেশে নগর যুব লীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এসময়ে তিনি বলেন, বিএনপি বাতিল তত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলনের নামে হত্যা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করছে। আমাদের এই সকল নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী বশির আহমেদ, নগর আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, জাহিদুর রহমান জাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লিটন মীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজমুল হক তাজু, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাড: আল আমীন উকিল, মো: আবুল হোসেন, শওকত হাসান, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, কে এম শাহিন হাসান, থানা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, মাসুদ পারভেজ, বিপুল মজুমদার, রিপন কবীর, পলাশ মন্ডল, ইস্রাফিল জনি, অভিজিৎ পাল, চিশতী মারুফ হোসেন, মেহেদী হাসান রাসেল, এ্যাড: আব্দুল্লাহ আল মামুন, মসিউর রহমান লিটন,
ওয়ার্ড যুবলীগ নেতা মো: আব্দুল মালেক, কাঞ্চন শিকদার, ইলিয়াস হোসেন লাবু, আনিসুর রহমান, শওকত হাসান, আরীফুল ইসলাম আরীফ, বাদল সিপাহী, আব্দুল মালেক,মাসুম আহমেদ ডলার, জাকির সরদার, হাসান শেখ, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, হারুন উর রশীদ, বাদল সিপাহী, মো: ইউসুফ মোল্লা, মোশাররেফ হোসেন, আলম খান, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাষ, জব্বার আলী হীরা, জহির আব্বাস, পাপ্পু সরকার, মাহমুদুর রহমান রাজেশ, হিরন হাওলাদার, বায়েজিদ সিনহা, মোক্তা দুল ইসলাম সোহাগ, রাকিব মোড়ল, রফিকুল ইসলাম রফিক, নিশাত ফেরদাউস অনি, রাহুল শাহারিয়ার,
যুবলীগ নেতা সাগর মজুমদার, বিপ্লব ধরে তত্ত্বী, টনি বাই, আজগর বিশ্বাষ, জালাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, খান অপু, আসিফ ইকবাল টনি, সোহেল শিকদার, মেহেদী হাসান সুমন, মুন্সি সুমন, চয়ন কান্তি বিশ্বাষ, রাহুল শাহারিয়ার প্রমুখ।
খুলনা গেজেট/এমএম