ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে ৮নং মহাবিপদ সংকেত ঘোষণার পর দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একমাত্র দ্বীপজেলা ভোলা।
শুক্রবার রাত ১০টা থেকে ভোলার অভ্যন্তরীণ ও ঢাকা-ভোলা রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিআইডব্লিউটিএর নদী বন্দর কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর জেলার অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। একই সময়ে বরিশাল থেকে ভোলা-বরিশাল রুটের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে।
এ ছাড়া ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ করা হয়। ফেরির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান জানান, ৮ নম্বর মহা বিপদ সংকেত ঘোষণার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেই ভোলার বিভিন্ন রুট থেকে ৫টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
নৌযান চলাচল বন্ধ ঘোষণার পর থেকে দ্বীপজেলা ভোলা কার্যত দেশের মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
খুলনা গেজেট/এইচ