বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের উপর আঘাত বন্ধ করা এবং জনগণের জালমাল রক্ষায় ও সব ধরনের দখলদারিত্বের অবসানে রাষ্ট্র প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের খুলনা জেলা কমিটির উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর থানা মোড়, বড় বাজার, হুগলি বেকারি মোড় এবং পিকচার প্যালেস মোড়ে মিছিল, গণ সংযোগ ও পথসভায় এই আহ্বান জানান নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্য রাখেন জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাত, সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, বাসদ জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদকম-লীর সদস্য ডাঃ সমরেশ রায়, আনিসুর রহমান মিঠু, বাসদ জেলা সদস্য আব্দুল করিম, অ্যাড. সনজিত মন্ডল, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধি, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহসহ সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত করা ও ঘোষণার দাবি জানান। একই সাথে নেতৃবৃন্দ জনগণের জানমাল রক্ষায় বাম জোটের নেতা-কর্মী-সমর্থক ও স্থানীয় সচেতন জনগণকে সংগঠিত করে লুণ্ঠন, সাম্প্রদায়িক সহিংসতা, হত্যাকা- প্রতিরোধে উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান।