সম্প্রতি ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, লুটপাট, বাড়ি ঘর ভাঙচুর ও জমি দখলের প্রতিবাদে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের নাজমুল সরণীতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ সুকুমার দাস, নিত্যানন্দ আমীন, প্রভাষক বাসুদেব সিংহ, বিকাশ দাস, অসীম কুমার দাস সোনা, মাতুয়া সম্প্রদায়ের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ডা: বঙ্গিম চন্দ্র মন্ডল, বলাই দে, মিলন রায়, সুজন বিশ্বাস , শ্রীদাম দে, সুমন বিশ্বাস, কৌষিক কর্মকার প্রমুখ।
বক্তারা বলেন, বার বার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নগ্ন হামলা চালিয়ে শান্ত বাংলাদেশকে আবারও অশান্ত করার পায়তারা চালাচ্ছে একটি চক্র। বাংলাদেশ সকল ধর্ম বর্ণের মানুষের আবাসস্থল। এদেশ স্বাধীন হওয়ার পূর্ব শর্ত ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও বার বার সাম্প্রদায়িক হামলায় কলঙ্কিত হচ্ছে আমাদের মাতৃভূমি। এখনই ওই সকল অশক্তিকে রুখে দিতে হবে।
বক্তারা গত সংসদ নির্বাচনের ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি ৭দফা দ্রুত বাস্তবায়নসহ অতি সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনায় জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
খুলনা গেজেট/ এসজেড