দেশে সকল প্রকার সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের দাবিতে অবস্থান কর্মসুচি পালন করেছে মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা। দেশব্যাপী কর্মসুচির অংশ হিসাবে জেলা মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের নারকেল তলা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সভাপতি আঞ্জুয়ারা বেগম, সহ-সভাপতি শামীমা আকতার, সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত, মহিলা নেত্রী রূপা বসু, হাফিজা খাতুন, মাহাবুবার রহমান প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান সহিংসতার বর্ণনা দিয়ে বলেন, একশ্রেনীর সুবিধাবাদি মানুষ ধর্মকে হতিয়ার হিসাবে ব্যবহার করে দেশে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর চেষ্টা করছে। তাদের এই প্রচেষ্টাকে কোন অবস্থায় প্রশ্রয় দেয়া চলবে না। শান্তিপ্রিয় মানুষের মাঝে যারা অশান্তির বিষবাষ্প ছড়াতে চাচ্ছে তাদেরকে সচেতন মানুষ প্রতিহত করবে। বক্তারা এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার অনুরোধ জানান। অবস্থান কর্মসুচি শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
খুলনা গেজেট/এনএম