খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও সমাবেশ

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সাম্প্রদায়িক সহিংস পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা মহানগর ও জেলা পূজা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ এবং মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু ও জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সংহতি প্রকাশ করেন খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী, এস এম মোর্তজা রশিদী দারা ও কেসিসি ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা। মহানগর ও জেলা পূজা পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী পরিমল দাস, রবীন্দ্রনাথ দত্ত, এড. নিমাই চন্দ্র রায়, রতন মিত্র, অজিত বিশ্বাস, গৌরপদ ঢালী, ঐক্য পরিষদ মহানগর সহ-সভাপতি সমর কু-ু, সাধারণ সম্পাদক গোপাল সাহা। মহানগর ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, তমাল কান্তি ঘোষ, বিশ্বজিৎ দে মিঠু, অনিমেষ সরকার রিণ্টু, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনারের আহ্বানে শতভাগ হিন্দু সম্প্রদায়ের ভোটার ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী ও তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করায় আজ বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছি। বক্তারা দেশের বিভিন্ন স্থানসহ রূপসা উপজেলার তিলক গ্রামের দেবপ্রসাদ পাল কু-ু, আজগড়ার তপন কুমার বিশ্বাস ও শুভঙ্কর রায়দের উপর শারীরিক নির্যাতন, দোকান-পাট ও বাড়িতে হামলা করে ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ও জেলা নেতৃবৃন্দ রতন কুমার নাথ, উজ্জ্বল ব্যানার্জী, মহাদেব সাহা, গৌরাঙ্গ সাহা, সত্যপ্রিয় সোম বলাই, সুব্রত হালদার তপা, সাধন ঘোষ, সুশান্ত ব্যানার্জী, রূপন দে, পঙ্কজ দত্ত, অশোক সেন, নীলকান্ত দত্ত, সুনীল বালা, সুমন দাস, পলাশ ম-ল, অনুপ গোলদার, মৃণাল বিশ্বাস, সাগর সাহা, প্রসীত সাহা, ভবেশ সাহা, বাবু শীল, সুশান্ত অধিকারী, অতনু সাহা বাপ্পা, গোবিন্দ দত্ত, গোপাল দত্ত, অনিমেষ সাহা, বিমান রায়, প্রণব ম-ল, কৃষ্ণ মেনন রায়, শুভঙ্কর রায়, লিটন কুমার রায়, আশিষ কুমার সিংহা, বিপুল রায়চৌধুরী, প্রাণকৃষ্ণ দাস, প্রদীপ হীরা, বিশ্বজিৎ পাল, সাংবাদিক অভিজিৎ পাল, এড. উল্লাস কর বৈরাগী, অলোক দে, রবীন দাস, সুশীল দাস, নারায়ণ দাস, থানা কমিটির পক্ষে সভাপতি-সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা, বিপ্লব মিত্র, প্রকাশ অধিকারী, ডাঃ শেখর পাল, রঞ্জন রায়, স্বপন চক্রবর্ত্তী, উজ্জল রায়, পাপ্পু সরকার, অভিজিৎ সরকার রাহুল, সমীর সাহা, অমর কু-ু, অজয় দে, জেলাধীন থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক শক্তিপদ বসু, সৌমিত্র দত্ত, কৃষ্ণগোপাল সেন, শঙ্কর বালা, প্রদীপ বিশ্বাস, রণজিৎ বোস, দুলাল সরকার, বিদ্যুৎ নন্দী, জয় ম-ল, পরিমল দাস, রাহুল দাস, শুভ দে, লিটন চক্রবর্ত্তী, নিতাই ব্যানার্জী, দেবদাস চক্রবর্ত্তী, প্রণব চক্রবর্ত্তী, চন্দন দে, মিঠুন ম-ল, নূপুর দাস, দীপ পান্ডে বিশ্ব, গণেশ চন্দ্র, দেবদাস বিশ্বাস, পবিত্র বিশ্বাস, মিঠুন দাস, মিঠু দে, অলোক শীল, দয়াল সানা, অমিত কুমার ম-ল, উজ্জল সরকার, প্রদীপ ব্রহ্ম, লিটন বিশ্বাস, অভিজিৎ পাল, উজ্জল পাল, সুদীপ বসু, মৃকাঙ্ক ম-ল, শুভ ম-ল, দেবদাস ঠাকুর, ধ্রুব সাহা, সৌরভ মজুমদার, বাঁধন দাস, হরিপদ ঢালী, নীলাদ্রি, প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!