খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

সাম্প্রদায়িক রাষ্ট্র তৈরিতে স্বাধীনতা বিরোধীরা অপতৎপরতা চালাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি ও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে স্বাধীনতা বিরোধী চক্র অপতৎপরতা শুরু করেছে। এ জাতীয় অশুভ কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। দল মত ধর্ম নির্বিশেষে সকল জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে সমস্যার সমাধান চাইতে হবে।

মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত:ধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতীমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সাবেক এমপি মনিরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, রামকৃষ্ণ আশ্রম ও মিশনের মহারাজ জ্ঞান প্রকাশানন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, আমিনিয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, কেএন আব্দুল মোমেন সিরাজী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, শিক্ষাবিদ তারাপদ দাস, খ্রিস্টান ক্রেডিট কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নির্মল হালদার প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!