খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

সামেক হাসপাতালের ২০২১ ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের ২০২১ ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এস.কে.এফ’র সহযোগিতায় শনিবার (৩১ জুলাই) সামেক হাসপাতালের সম্মেলন কক্ষে ইন্টার্ন ডাক্তার এসোসিয়েশন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খোদার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী আরিফ আহমেদ, ডা. সুমন কুমার দাশ, ডা. মাহমুদুল হাসান পলাশ, ডা. হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুমন কুমার, ইন্টার্ন চিকিৎসক পরিষদের উপদেষ্টা ডা. মোঃ ইমরান হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, এক সময়ে গ্রামে ডাক্তার পাওয়া অনেক কষ্টের ছিলো। এখন কিন্ত সেটা নাই। সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কথা চিন্তা না করে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে এমপি রবি বলেন, আগামী প্রজন্মের জন্য তোমাদেরকে ভালো ডাক্তার হতে হবে। এই করোনা দূর্যোগের সময় মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। সফলতার জন্য ভালো শিক্ষার পাশাপাশি ভালো চিকিৎসক হতে হবে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তার ২০২১ ব্যাচের নবাগত ৫৭ জনকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদেরকে ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনাা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান দীপ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!