খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

সামাজিক দূরত্ব মেনে বিশ্বের প্রথম কনসার্ট

বিনোদন ডেস্ক

মহামারি করোনা প্রকোপে থমকে গিয়েছে বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রি। কারণ করোনা সংক্রমণ রোধে সব ধরণের কনসার্ট বাতিল করেছিল বিশ্বের সব দেশ। সংক্রমণ রোধে নির্দেশনা দেওয়া হয়েছিল বাড়িতে অবস্থান করার।

বিশ্বের অনেক দেশ এখন বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। ভক্তদের নিরাপদ রেখে কীভাবে মিউজিক ইন্ডাস্ট্রি সচল করা য়ায় সেই চেষ্টা করছে কিছু ইভেন্ট প্রতিষ্ঠান।

এ প্রচেষ্টার অংশ হিসেবে ভার্জিন মানি ইউনিটি এরিনা নামে একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যে পপ-আপ ভেন্যু চালু করেছে। সেখানে সামাজিক দূরত্ব মেনে মঙ্গলবার রাতে প্রথম অনুষ্ঠিত হয়েছে কনসার্ট। এতে ২ হাজার ৫০০ দর্শক উপস্থিত হয়েছিলেন। সিএনএন এ খবর প্রকাশ করেছে।

এতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী স্যাম ফেন্ডারসহ অনেকে। সংগীতশিল্পী ভ্যান মরিসন, কমেডিয়ান জিমি কার, বিলি বেইলির মতো তারকারাও চলতি বছরে এই সিরিজের কোনো কনসার্টে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।

ভার্জিন মানির পরিচালক বলেন—লকডাউনের পর লাইভ মিউজিক অনুষ্ঠান পুনরায় শুরু করতে পেরে আমরা খুবই আনন্দিত।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!