সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী ট্রমা সেন্টার ও এ্যাস্ট্রা বায়োফার্মাসিউটিক্যালস্ লিঃ এর চেয়ারম্যান মিসেস ইলা হক আর নেই।
বুধবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিসেস ইলা হক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ি, ইলা হক দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে দেশ-বিদেশের নামী দামি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে আসার এক পর্যায়ে সম্প্রতি গুরুতর অসুস্থ হলে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী ইলা হকের প্রথম জানাজা নামাজ রাত ২টা ১৫ মিনিটে তাঁর নিজেস্ব বাসভবন ঢাকার উত্তরায় অনুষ্ঠিত হয়। এরপর ২য় জানাজা বৃহস্পতিবার ভোর ৫ টা ১৫ মিনিটে ঢাকার শ্যামলীর কলেজগেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বাদ আছর সাতক্ষীরার নলতা শরীফ প্রাঙ্গনে তৃতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পত্নী মিসেস ইলা হকের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। একই সাথে দেবহাটা উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
খুলনা গেজেট / এমএম