খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. শেখ মোঃ নুরুল হকের জানাজার নামাজ বৃহস্পতিবার বেলা ১১ টায় পাইকগাছা উপজেলার নিজ গ্রাম পুরাইকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য তার পারিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নুরুল হক বুধবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৯৯৬ ও ২০১৪ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জানা যায়, গত ৯ জুলাই সাবেক সংসদ সদস্য নূরুল হকের করোনা শনাক্ত হয়। পরদিন ১০ জুলাই তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার করোনা নেগেটিভ আসে।
তবে শারিরিকভাবে প্রচন্ড দুর্বল ছিলেন তিনি। এ অবস্থায় বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি কিডনি, ডায়াবেটিকস ও হৃদরোগী ছিলেন।