খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়ির সামনে মুর্হুমুহু বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের ঘোপ জেল রোড বাইলেনে সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের বাড়ির সামনে ১৫/২০টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় বোমার আঘাতে এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে কেউ আহত না হলেও গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত উদ্ধার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ৭/৮টি মোটরসাইকেলযোগে মুখোশধারী একদল দুর্বৃত্ত বিএনপির সাবেকমন্ত্রী তরিকুল ইসলাম ও বিএনপির কেন্দ্রিয় নেতা অন্দিদ্য ইসলাম অমিতের বাড়ির গেটের সামনে মুর্হুমুহু বোমার বিস্ফোরণ ঘটায়। দুর্বৃত্তরা ওইস্থানে একটানা ১৫/২০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে জেল রোড, সেন্ট্রাল রোড ও জনতা হসপিটালের সামনে দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এতে কেউ আহত না হলেও এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ও বোমার শব্দে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত উদ্ধার করে।

বোমার বিকট শব্দ শুনে শহরের রেলগেট, পুরাতন কসবা, বেজপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষ স্থানীয় পত্রিকা দপ্তরে ফোন করেন ও ঘটনার সত্যতা জানতে চান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!