ময়মনসিংহ-১১ ভালুকা আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. এম আমান উল্লাহ (৮০) আর নেই।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ধক্যজনিত কারণে ডা. এম আমান উল্লাহ ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন।’
তিনি আরো জানান, আজ শুক্রবার (১২ মার্চ) বাদ জুমা ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ও পরে উপজেলার মাহমুদপুর গ্রামের সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক ডা. এম আমান উল্লাহ উপ-মহাদেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি আওয়ামী লীগ থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন।
খুলনা গেজেট/কেএম