হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ভাতিজার বাড়িতে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শিরন মিয়া (২৩) শিবপাশা গ্রামের মোহন মিয়ার ছেলে। তিনি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
শনিবার (২৭ আগস্ট) দিনগত রাতে এ তথ্য জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
শিরনের জবানবন্দির বরাত দিয়ে ওসি) মো. মাসুক আলী জানান, শিরন মিয়াসহ কয়েকজন সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজার বসত ঘরে দুদিন আগে ডাকাতি করে। এ ঘটনায় থানায় মামলা হলে শনিবার শিরনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খুলনা গজেটে/এমএনএস