নতুন বছরের সেপ্টেম্বরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সোমবার সাফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিদায়ী বছরে প্রতিযোগিতাটি ঢাকায় হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। কিন্তু করোনার কারণে যথা সময়ে আর সেটি হতে পারেনি।
সভায় চ্যাম্পিয়নশিপটি আগামী ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, ‘আগামী বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ঠিক করা হয়েছে। প্রাথমিকভাবে সবাই সম্মতি দিয়েছে। তারপরও ভারত বলেছে নিজেদের মধ্যে আলোচনা করে জানাবে।
২০১৮ সালে সব শেষ সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল ঢাকায়। মুজিববর্ষ উপলক্ষে এ বছরও সাফের আয়োজক হয় বাংলাদেশ। তবে মার্চে বিশ্বজুড়ে করোনার প্রকোপে সব ধরনের খেলা বন্ধ হয়ে যাওয়ার পর অনেক বড় আসর বাতিল হয়ে যায়।
আগামী বছর সিনিয়রদের প্রতিযোগিতা ছাড়াও সাফ আরও চারটি বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করবে। ছেলেদের অনূর্ধ্ব-১৫, ১৮ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি মেয়েদের অনূর্ধ্ব ১৬, ১৯ চ্যাম্পিয়নশিপের সূচিও অনুমোদিত হয়েছে সভায়।এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের আদলে সাফের নতুন গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে। ২০২০ সালের বাজেটও পাশ হয়েছে এই সভায়।
খুলনা গেজেট/এ হোসেন