খুলনা, বাংলাদেশ | ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাংচুর, আ’লীগ সমর্থকদের হামলায় আহত ১৫

সাত বিভাগে গাড়ি চালানো শেখার সুযোগ নারীদের

গেজেট ডেস্ক

মহিলাবিষয়ক অধিদফতরের উপজেলা পর্যায়ে আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে দেশের সাতটি বিভাগীয় শহর ও পাবনা জেলায় নারীদের মোটর ড্রাইভিং ও বেসিক মেইনটেইনেন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী দেড় বছরে আটটি কেন্দ্রে ত্রিশ জন করে ছয়টি ব্যাচে মোট এক হাজার ৪৪০ জন এ প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ শেষে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদ দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদফতরের সম্মেলন কক্ষে এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদফতরের আইজিএ প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলাম ও পরিচালক মনোয়ারা ইশরাত। বিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক কর্নেল মো. জাহিদ হোসেন ও জেনারেল ম্যানেজার মেজর মো. মোক্তারুজ্জামান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!