খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল খেলা

ক্রীড়া প্রতিবেদক

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় বিএসএফকে ২৫.১৯ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোমরা স্থলবন্দর সংলগ্ন রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এসকেএম কফিল উদ্দিন, স্টাফ অফিসার মোঃ মাসুদ রানা ও ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার মোঃ জাহিদ শিকদার।

এছাড়া বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন, ১০২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শম্ভু প্রসাদ, সহ-অধিনায়ক শরাবজিত সিং ও সন্দীপ সৌরভসহ বিএসএফ কর্মকর্তারা।

প্রীতি ভলিবল খেলাটি শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করেন বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!