খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
৭ জুলাইয়ের মধ্যে যোগ দিতে হবে নতুন কর্মস্থলে, অন্যথায় অবমুক্ত

সাতক্ষীরা মেডিকেলের ২৬ চিকিৎসক বদলী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলী করা হয়েছে। এদের ১০ জনকে পদায়ন করা হয়েছে যশোর জেলা হাসপাতালে এবং ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। আগামী ৭ জুলাই এর মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পরদিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন গতকাল সোমবার এই সরকারী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
সরকারী প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

যশোরে জেলা হাসপাতালে বদলীকৃতরা হলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাঃ মোঃ শরিফুজ্জামান, ডাঃ মোঃ আল মামুন হোসেন, ডাঃ প্রবীর কুমার দাশ, ডাঃ মোঃ মনিরুজ্জামান, ডাঃ মোঃ মোজাম্মেল হক, ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ডাঃ হোসনে আরা হোসেন, ডাঃ মোঃ সাইফুল্লাহ ও ডাঃ জিএম ফারুকুজ্জামান।

অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলী করা হয়েছে ডাঃ শেখ আবু সাঈদ, ডাঃ ফারহানা হোসেন, ডাঃ মোছা. খসরুবা পারভীন, ডাঃ সুতপা চ্যাটার্জি, ডাঃ মোঃ শামছুর রহমান, ডাঃ মোঃ ইনামুল হাফিজ, ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, ডাঃ মোঃ ফকরুল আলম, ডাঃ নাসরিন সুলতানা, ডাঃ মোঃ নাছির উদ্দিন গাজী, ডাঃ শেখ নাজমুস সাকিব, ডাঃ ফাহমিদা জামান, ডাঃ মেহনাজ নাজরীন, ডাঃ উপমা গুহ রায়, ডাঃ মোঃ আনিসুর রহমান ও ডাঃ শরিফা জামানকে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বদলীর খবর নিশ্চিত করলেও এ সংক্রান্ত কোন চিঠি তাঁর হাতে পৌছায়নি বলে জানান। তিনি আরো জানান, বদলীকৃতরা সকলেই সাতক্ষীরা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সাতক্ষীরা সদর হাসপাতালে কোভিট ইউনিট স্থাপনের প্রস্তুুতি হিসেবে ১৬ জনকে পদায়ন করা হয়েছে বলে তিনি জানান। করোনার অতিমারী সুষ্ঠভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করতে তাদেরকে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!