খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
  প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে থেকে প্রস্তুতি না নেয় আত্মঘাতী : প্রধান উপদেষ্টা
  সায়মা ওয়াজেদ পুতুল, জয়, রাদওয়ান মুজিব, আজমিনা ও রেহেনা সিদ্দিকের বারিধারা, খুলনা, গোপালগঞ্জের ৬ কোটি টাকার প্লট-জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ
ভাইরাসের কারণে পাঁচদিন বন্ধ থাকার পর

সাতক্ষীরা মেডিকেলের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভাইরাসের কারণে পাঁচদিন বন্ধ থাকার পর মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ফের শুরু হয়েছে করোনার নমুনা পরীক্ষা। ল্যাবটি সম্পূর্নভাবে জিবানু মুক্ত হওয়ার পর ১ আগষ্ট রোববার থেকে নমুনা পরীক্ষা শুরু করা হয়। এদিন মোট ৯৪ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

প্রসঙ্গতঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ কওে যাচ্ছিল। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও সেখানে প্রতিদিন দুই বা ৩ শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়। একপর্যায় গত ২৬ জুলাই সোমবার প্রথম দফা নমুনা পরীক্ষার সময় পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ে। এ সময় ল্যাবে দেয়া সব নমুনার রিপোর্ট পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়েছে এই সন্দেহে ল্যাবের দেওয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে ল্যাবটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৭ জুলাই মঙ্গলবার থেকে সামকে হাসপাতালে অবস্থিত আরটি পিসিআর ল্যাবটি সিলগালা করে দেওয়া। ল্যাবটি জীবাণুমুক্ত হওয়ার পর ১ আগষ্ট থেকে পুনরায় নমুনা পরীক্ষা শুরু করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. অভিজিৎ বিশ্বাস জানান, আরটি পিসিআর ল্যাবে ধারণ ক্ষমতার বাইরে কাজ করা হয়েছে। এই ল্যাবের স্বাভাবিক পরীক্ষণ ক্ষমতা দিনে ৯৪টি। অথচ দিনে ৪ শতাধিক পরীক্ষাও করা হয়েছে। যে কারণে ল্যাবটি ভাইরাসে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। টানা পাঁচদিন জীবানুমুক্ত করার পরে ১ আগষ্ট থেকে আবারও কাজ শুরু করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!