খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ে নতুন বই পেল শিক্ষার্থীরা

সাতক্ষীরা প্রতিনিধি

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষা বর্ষে বিনা মূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারী) সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বই বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (অতিঃ দায়িত্বে) প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র শিক্ষক মোঃ আনিসুর রহমান, দীপা সিন্ধু তরফদার, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আনোয়ার কবির প্রমুখ।
প্রধান অতিথি এমপি রবি বলেন, বাংলাদেশ আ’লীগ সরকারের সব চেয়ে বড় উদ্যোগ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া। বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের ধারাবাহিকতা আমারা ধরে রাখতে চাই।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এই পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। বই উৎসবে বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের নবম, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আনিসুর রহমান।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!