খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
শীতের শুরুতেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংক্রমণের হার বাড়ছে

সাতক্ষীরা-বাগেরহাটে করোনা টেস্ট বন্ধ, খুলনায় একটি মেশিন অচল

নিজস্ব প্রতিবেদক

শীতের শুরুতেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে করোনা সংক্রমণের হার বাড়ছে। প্রতিদিন গড়ে সনাক্ত হচ্ছে ৩০ জন করে। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সাতক্ষীরা ও বাগেরহাটে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দু’টি মেশিনের মধ্যে একটি অচল। সোমবার ঝিনাইদহ ও খুলনায় করোনা আক্রান্ত হয়ে একজন করে রোগী মারা গেছে। করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্তের তালিকায় যশোর জেলা শীর্ষে রয়েছে। দ্বিতীয় ঢেউ প্রতিরোধে অক্সিজেন প্লান্ট স্থাপনসহ অন্যান্য ব্যবস্থা নেয়া হয়েছে। মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা করা হচ্ছে।

নভেম্বরের শুরুতেই দক্ষিণাঞ্চলে শীত অনুভূত হয়। সংশ্লিষ্টরা শীতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক অবস্থা অবলম্বন করে। ঢাকাতে ৮ মার্চ করোনা সনাক্ত হলেও খুলনা বিভাগে মার্চের শেষদিক থেকে করোনার সংক্রমণ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকল অফিস-আদালত বন্ধ এবং ২৪ নং ওয়ার্ডে লকডাউন করা হয়। বিভাগের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। করোনা আক্রান্ত রোগীদের জন্য খুলনা ডায়াবেটিক হাসপাতালকে বেছে নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্য মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভাগের ১০ জেলায় এক লাখ ২২ হাজার ছয়শ’ ২৪ জনের পরীক্ষা-নিরীক্ষা হয়। তার মধ্যে ২৪ হাজার ১৭ জন করোনায় আক্রান্ত বলে সনাক্ত হয়। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় চারশ’ ২৫ জনের মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল চারশ’ ১৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় রয়েছে খুলনা জেলায় একশ’ আট জন, কুষ্টিয়া জেলা ৮২ জন, যশোর জেলায় ৫০ জন, ঝিনাইদহ জেলায় ৩৮ জন, চুয়াডাঙ্গা জেলায় ৩৭ জন, সাতক্ষীরা জেলায় ৩১ জন, বাগেরহাট জেলায় ২৬ জন, নড়াইল জেলায় ২০ জন, মেহেরপুর জেলায় ১৫ জন এবং মাগুরা জেলায় ১৩ জন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা: ফেরদৌসী বেগম জানান, আটটি জেলায় গত ২৯ নভেম্বর ১৮ জন এবং ৩০ নভেম্বর ৫৭ জন করোনায় আক্রান্ত বলে সনাক্ত হয়। সোমবার আক্রান্তদের মধ্যে ৩০ জনই যশোরের অধিবাসী। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থপনের কাজ চলছে। নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেলের দু’টি মেশিনের মধ্যে একটি অকেজো থাকায় বিদেশগামীদের রিপোর্ট ৭২ ঘন্টার মধ্যে দেয়া সম্ভব হচ্ছে না।

জেলা প্রশাসনের উদ্যোগে গত রোববারের সভায় খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো: কামাল হোসেন স্বাস্থ্যবিধি মেনে চলে নামায আদায় করার জন্য ইমামদের পরামর্শ দিয়েছেন।

খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা: মো: সাইদুল ইসলাম জানান, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেনারেল হাসপাতালে ৪২ শয্যা, ইসলামী ব্যাংক হাসপাতালে ৩১ শয্যা, আদ-দ্বীন, গাজী ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে, নূর নগর ডায়াবেটিক হাসপাতালে একশ’ শয্যা ও নয় উপজেলায় ৪৫টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। কোনোক্রমেই যেন রোগী ফেরত না যায় সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে।

খুলনা ডায়াবেটিক হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুর পর্যন্ত একজন আইসিইউতে এবং তিনজন হাসপাতালে ভর্তি আছেন।

খুলনা গেজেট/কেএম

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!